বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

মালয়েশিয়ায় গভীর রাতে ধরপাকড়, ৪০০ বাংলাদেশিসহ শত শত অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতভর পরিচালিত অভিবাসনবিরোধী বিশেষ অভিযানে ৭৭০ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৪০০ জন।

‘অপস বেলাঞ্জা’ নামে পরিচালিত এই বিশেষ অভিযানে অভিবাসন কর্মকর্তারা কুয়ালালামপুরের ব্যস্ততম এই এলাকাকে কার্যত লকডাউন জোনে পরিণত করেন। রাতে সাধারণত জমজমাট বুকিত বিনতাংয়ের রাস্তাগুলোতে মঙ্গলবার সন্ধ্যা থেকে কঠোর নজরদারি চালানো হয়।

অভিযান শুরু হয় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। এই অভিযান চলে বুধবার (৩ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত। পুত্রজায়া অভিবাসন দপ্তরের ১০৬ জন কর্মকর্তা এতে অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বাসরি ওথমান জানান, মোট ২ হাজার ৪৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। যাদের মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়।

আটকদের মধ্যে ছিলেন- বাংলাদেশের ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী এবং অন্যান্য দেশের ৯ জন অভিবাসী।

বাসরি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে অধিকাংশ অভিবাসীকে আটক করা হয়েছে।’

অভিযানের সময় অনেকেই দোকানের নিচে, স্টোররুমে, এমনকি ছাদে উঠে পালানোর চেষ্টা করে। তবে পুরো এলাকা ঘিরে ফেলা হয় বলে কেউ পালাতে পারেনি।

তিন সপ্তাহের নজরদারির পর এই অভিযান চালানো হয় বলে জানান বাসরি। তিনি বলেন, ‘বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য একটি হটস্পট। এখানে অনেক বিদেশি পরিচালিত দোকান রয়েছে। এটি আরও বিদেশিদের আকৃষ্ট করে।’

অভিযানের সময় একটি গোপন জুয়ার আসরও ধরা পড়ে। ওই আসরে ৭ থেকে ৮ জন বিদেশিকে অনলাইন জুয়া খেলতে দেখা যায়। তাদেরও আটক করা হয়েছে।

আটকদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

বাসরি জানান, অভিবাসন বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে যাবে এবং যেসব নিয়োগকর্তা কোটা ছাড়িয়ে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। এতে রয়েছে ধারা ৬(৩), ১৫(৪) ও বিধিমালা ৩৯(বি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025