রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস গালা নাইট ২০২৫ খেলাধুলা, সৌহার্দ্য ও উদ্দীপনায় ভরপুর এক সন্ধ্যা জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব দল জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ ইসলাম তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে প্রবাসীর আত্মহত্যা রাকসু নির্বাচনে বিজয়ী হলেন যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি যাদের সন্তুষ্টিতে জান্নাত ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

ঢাকার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

রাজধানী ঢাকায় ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে লাখ লাখ বিক্ষোভকারী।

ঢাকার এ কর্মসূচি স্থান পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

মার্কিন বার্তাসংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও বার্তাসংস্থা এ কর্মসূচির খবর প্রকাশ করেছে।

 

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ’ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন।

এ দিন প্রায় এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিলেন।

তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। 

ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের সমাবেশ। সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট জাতীয় সংকট: গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ। ’

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শনিবার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

 

প্রায় এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে থাকেন। অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করে প্রতিবাদ জানান।

টরন্টো স্টার নামের একটি গণমাধ্যমে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ’ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমএসএন, স্টার ট্রিবিউন, সিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025