মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
আজ বেলা ২টা ২৫ মিনিটে এই ক্ষণ উদযাপন করা হয়। ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন জায়গা থেকে মানুষ জমায়েত হয়েছে। এ সময় তাঁরা স্লোগান দেন ‘পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে’, ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনা পালিয়ে গেলো’, ‘কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার’সহ নানা স্লোগ্লান দেয়।
সাইমুম শিল্পগোষ্ঠীর উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী নাহিদ,শিল্পী তাসফি।
এর পর বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। বিশেষ ড্রোন ড্রামা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে ব্যান্ডদল আর্টসেলের গান।