শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস গালা নাইট ২০২৫ খেলাধুলা, সৌহার্দ্য ও উদ্দীপনায় ভরপুর এক সন্ধ্যা জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব দল জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ ইসলাম তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে প্রবাসীর আত্মহত্যা রাকসু নির্বাচনে বিজয়ী হলেন যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি যাদের সন্তুষ্টিতে জান্নাত ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার রয়েছে : শাহবাজ

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনের পূর্ণ অধিকার রয়েছে এবং ইসলামাবাদ এ বিষয়ে তেহরানের পাশে রয়েছে।

দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থানরত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পাশাপাশি বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করি। গাজা ও জম্মু-কাশ্মিরের পরিস্থিতি একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে নাড়া দিচ্ছে। গাজায় শান্তির জন্য বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

এদিকে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ ইসলামাবাদে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে বৈঠক করেন।

পরে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে ইরান ও পাকিস্তানের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি। 

তিনি আরও জানান, উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় ভিত্তিতে গভীর সম্পর্ক রয়েছে যা প্রতিরক্ষা, অর্থনীতি ও নিরাপত্তায় আরও জোরালো সহায়তা নিশ্চিত করতে পারে।

সফরের প্রথম দিন শনিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান লাহোর সফর করেন এবং পরে ইসলামাবাদে পৌঁছালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একইদিনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। 

বৈঠকে দুই দেশের মন্ত্রীগণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক পরিস্থিতি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্যিক সংযোগ এবং নিয়মিত পরামর্শ কাঠামো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যসূত্র : আল-জাজিরা ও দ্য নিউজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025