মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :

ইসরায়েলের তিন স্থাপনায় হুথির হামলা

ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল সামরিক অভিযান পরিচালনা করেছে।

রবিবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের ড্রোন ইউনিট তিনটি বড় সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে দুটি ড্রোন ব্যবহার করে ইয়াফা ও আশকেলনের সামরিক অবস্থানগুলোতে হামলা চালানো হয়।

তৃতীয় ড্রোনটি আঘাত হানে হাইফা বন্দরে।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনেরও প্রতিক্রিয়া এটি।

বিবৃতিতে ইয়েমেন আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং সেখানকার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করে যাবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে চলা গণহত্যার বিষয়ে নীরবতা এই জাতির জন্য একটি কলঙ্ক। এর পরিণতি সব জাতি এবং সব দেশের জন্য ভয়াবহ হবে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বহুবার হামলা চালিয়েছে। এছাড়া, ইয়েমেন ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোতেও হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025