মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

হাসিনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শুরু

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ শুনানি করছেন।

আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এতে উপস্থিত আছেন।

এ মামলার শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এর আগে গত ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। একই সঙ্গে এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024