মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

তেহরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ‘ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত অঞ্চলেই থাকবেন, যাতে সংকটের মুখে সরকারের সিদ্ধান্ত ও সহায়তামূলক উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।

তবে অস্ট্রেলিয়ার সরকার কেবল কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে না, ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের প্রতিও রেখেছে বিশেষ নজর। মন্ত্রী পেনি ওং বলেন, ‘যেসব অস্ট্রেলিয়ান নাগরিক ইরান ত্যাগ করতে চান, তাদের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছি। ’

এ উদ্দেশ্যে ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরার রুটে কনস্যুলার কর্মী মোতায়েন করছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ।

বিশেষ করে আজারবাইজানের সীমান্ত পারাপারে যেন ভ্রমণকারী নাগরিকরা সমস্যায় না পড়েন, সেজন্য নেয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

 

এদিকে, গত শুক্রবার ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা চালায়। জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024