বুধবার, ০২ Jul ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব ও বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে আবারও ডজন কয়েক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ হামলায় ইসরাইলি বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী।
রোববার ভোরে ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি।
এর আগে শনিবার রাতে প্রথম দফায় ইসরাইলের হায়ফায় হামলা চালায় ইরান। এরপর রোববার মধ্যরাতে আরেক দফায় তেল আবিব ও বেশ কয়েকটি এলাকায় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানি হামলার জেরে পুরো ইসরাইলে সাইরেন বেজে উঠে। তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে।