মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীকে ‘গালি’, কড়া প্রতিক্রিয়ায় ভারতকে যে বার্তা দিলো ইরান

ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও টেলিভিশন সঞ্চালক মেজর (অব.) গৌরব আরিয়া সম্প্রচার চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে নিয়ে করা অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লিস্থ ইরানি দূতাবাস।

পাহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সফরের জন্য সমালোচনার মুখে পড়া আরাকচিকে উদ্দেশ করে গৌরব আরিয়া টেলিভিশনে তাকে “লেখার অযোগ্য” ভাষায় গালি দেন এবং সেই শব্দটি অন স্ক্রিনে দেখানো হয়—যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং কূটনৈতিক অস্বস্তির জন্ম দেয়।

ঘটনার জবাবে ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘আমন্ত্রিত অতিথির প্রতি শ্রদ্ধা ইরানিদের বহু পুরনো ঐতিহ্য। আমরা মনে করি, অতিথি হলেন আল্লাহর প্রিয়। আপনাদের সংস্কৃতি কী বলে?’–এই ভাষায় তারা কড়া প্রতিক্রিয়া জানায়।

এ ঘটনার পর তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘ভিডিওতে যিনি বক্তব্য রাখছেন তিনি একজন বেসরকারি ভারতীয় নাগরিক। তার মন্তব্য ভারত সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না। ভারত সরকার এমন ভাষা ব্যবহারকে অনুচিত মনে করে।’

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি এই চুক্তিকে ‘দায়িত্বশীল ও বিচক্ষণ নেতৃত্বের প্রতিফলন’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, ‘এই সুযোগকে কাজে লাগিয়ে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।’

উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সম্প্রতি দিল্লি ও ইসলামাবাদ সফর করে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। সোমবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে আরাকচি ভারত ও পাকিস্তানের মধ্যে অবিলম্বে একটি ‘ভ্রাতৃত্বপূর্ণ সংলাপ’ চালুর প্রস্তাব দেন, যাতে উত্তেজনা প্রশমিত হয় এবং পারস্পরিক আস্থা গড়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024