শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু মেহেরপুরে খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসিনা বললেন—সোনা আমার, শাওনের দাবি এআই এবার ভূমিকম্পে কাঁপলো ভারত প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

হামলাকারীদের ধরতে পারছে না ভারত

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামের থানার ওসিকে বদলি করা হল। তার পরেই পেহেলগামসহ জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানার ওসি বদল হল।

পেহেলগাম থানার ওসি ছিলেন রেয়াজ আহমেদ। তাকে অনন্তনাগ থানায় বদলি করা হয়েছে।

আর পেহেলগাম থানার ওসি হয়েছেন পির গুলজার আহমেদ। অনন্তনাগ পুলিশ সুপারের নির্দেশিকা বলছে, আইশমুকাম, কোকেরনাগ, শ্রীগুফওয়ারা থানার ওসিও বদল করা হয়েছে।

 

২২ এপ্রিল পেহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। বেশির ভাগই পর্যটক।

তার পরে ১২ দিন কেটে গেলেও হামলাকারীদের খোঁজ মেলেনি। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে। জানিয়েছে, তাদের মধ্যে এক জন স্থানীয় ‘গাইড’। বাকি দু’জন পাকিস্তান থেকে এসেছেন।
 

গত কয়েক দিন ধরে টানা চিরুনি তল্লাশির পরেও ওই তিন জনের কোনও খোঁজ এখনও মেলেনি। বেশ কয়েক জনকে আটক করে জেরা করা হচ্ছে। তবু আসল অপরাধীর নাগাল মেলেনি। প্রশ্ন উঠছে, হামলা চালানোর পরে কোথায় গেল অভিযুক্তরা। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠছে।

এই আবহে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি থানায় শীর্ষ কর্মকর্তা পদে রদবদল হল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025