শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে প্রবাসীর আত্মহত্যা রাকসু নির্বাচনে বিজয়ী হলেন যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি যাদের সন্তুষ্টিতে জান্নাত ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’! ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী চাকসুর ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয় মেহেরপুরে সাবেক পৌর বিএনপি সভাপতির নেতৃত্বে গণসংযোগ

‘চাকরির সুযোগ তৈরিতে বেসরকারি খাতের বিকল্প নেই’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চাকরির সুযোগ তৈরিতে বেসরকারি খাতের বিকল্প নেই। যে কারণে সরকারকে ব্যবসা থেকে সরিয়ে আনার কাজ চলছে, ব্যবসা করবে ব্যবসায়ীরা। এ জন্য বেসকারি খাতের কাছে আরও সুনির্দিষ্ট এবং গঠনমূলক বাজেট প্রস্তাবনা আসা উচিত। এই যে ১ হাজারের বেশি প্রস্তাবনা দেওয়া হয়েছে এগুলোর কোনোটাই রাখতে পারবে না, সময় নেই।

এর জন্য সারা বছর খাতভিত্তিক আলোচনা দরকার।

 

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এনবিআরের পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এসব কথা বলেন।

চৌধুরী আশিক বলেন, আপনারা এক হাজারের বদলে ১৫টা প্রস্তাবনা দেন, যেটা বাস্তবভিত্তিক। যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে, থাকবে ফেয়ার কম্পিটিশন।

দেখা যায়, আপনাদের মার্কেট শেয়ার ও ট্যাক্স শেয়ারে মিসম্যাস নেই। এ জন্য কোনো কাঠামোগত পরিবর্তনে নির্দিষ্ট পরামর্শ দিতে পারেন বলে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান, এফবিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুসহ সারা দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এ আলোচনায় অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025