শনিবার, ০৫ Jul ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে অবৈধভাবে স্থাপিত ৮টি গেইট।

এছাড়াও অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে পরিচালিত প্রায় ১০০টির বেশি অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। এর ফলে দখলমুক্ত হয়েছে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত।

ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করে ডিএনসিসি ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

জিয়াউর রহমান বলেন, ‘জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আজ রূপনগরের রাস্তায় অবৈধভাবে নির্মিত গেইটগুলো ভেঙে দেওয়া হয়েছে।

এসব গেইট কোনো অনুমতি ছাড়াই স্থাপন করা হয়েছিল, যা চলাচলে অসুবিধা সৃষ্টি করছিল। ‘

 

তিনি আরও জানান, অবৈধ গেইট ও স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, যাতে নগরবাসী নিরাপদ ও

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024