মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

নির্বাচনি প্রচারে হামলা, মহাসমাবেশের ঘোষণা মহিলা জামায়াতের

নির্বাচনি প্রচারণায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর ‘বিএনপি নেতাকর্মীদের’ হামলার প্রতিবাদে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে মহিলা জামায়াত।

আগামী শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নারী শাখা এ কর্মসূচি পালন করবে।

জামায়াতে ইসলামীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এতে বক্তব্য দেন—দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এহসান মাহবুব জুবায়ের। তার পাশে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম ও অলিউল্লা নোমান।

পরে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025