রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

বিএনপির মনোনয়ন না পাওয়ার পর আক্ষেপ ও ক্ষোভের সুরে কথা বলেছেন দলটির পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? ঠিক আছে—আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।’

শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এ আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনের মাঠে এখনো পেশিশক্তি ও কালোটাকার প্রভাব রয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো যেকোনো উপায়ে নির্বাচনে জয়ের চেষ্টা করে থাকে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমি আমার নেতাকর্মীদের বারবার সতর্ক করে দিচ্ছি—হাঁসের কোনো অভাব নেই মাঠে। হাঁসগুলো যেন সন্ধ্যায় গুণে গুণে খোঁয়াড়ে তোলা হয়।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে তিনি বলেন, মানুষের বাড়িতে একটি উঠান বৈঠক করার কারণে তাকে একাধিকবার জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে বড় বড় মঞ্চ তৈরি করে বিএনপি সমর্থিত প্রার্থী সভা ও ভোট চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি দোয়া মাহফিলের নামে তাকে নিয়ে কুৎসা রটানো ও কুৎসিত মন্তব্য করা হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এ আসনে বিএনপি তাদের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে প্রার্থী দেয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025