শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু মেহেরপুরে খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসিনা বললেন—সোনা আমার, শাওনের দাবি এআই এবার ভূমিকম্পে কাঁপলো ভারত প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে যান। সেখানে জামায়াতের প্রয়াত আমিরের স্মরণে দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মনছুর আহম্মেদ, যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভূঞা হুদন, যুবদল নেতা একরামুল হক মানিকসহ আরও অনেকে।

এর আগে স্থানীয় গজারিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচন নিয়ে যদি গড়িমসি করা হয়, তবে তার যথাযথ জবাব দেওয়া হবে। আগামী নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেখানে প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

এদিন দাগনভূঞার বৈরাগীরহাট, রাজাপুর বাজার এবং দরবেশেরহাটে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

প্রসঙ্গত, মকবুল আহমদ ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া গ্রামে ১৯৩৯ সালের ২ আগস্ট জন্মগ্রহণ করেন। এক সময় তিনি দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার ছিলেন। পরে সংগ্রামের প্রকাশনা প্রতিষ্ঠান আল-ফালাহ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জামায়াতের এ নেতা ২০২১ সালের ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে দাফন করা হয় নিজ বাড়ি দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025