বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
ভূমিকম্পের পর ভবনের নিরাপত্তা যাচাইয়ের জন্য “ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান” নামের একটি সেবা চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলটির আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, ‘ভূমিকম্পের পর আমরা সবাই একটি অস্থির ও দুশ্চিন্তাপূর্ণ সময় কাটাচ্ছি। নিজের বাড়ি, পরিবার এবং আশপাশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এটাই স্বাভাবিক। এমন কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সত্যিকারের মানবিক দায়িত্ব।’
ডা. শফিকুর রহমান জানান, ‘মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু করেছে “ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান” সেবা। অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীরা আপনার ভবনের বর্তমান অবস্থা যাচাই করে জানিয়ে দেবেন ক্ষতির সঠিক চিত্র এবং প্রয়োজনীয় করণীয়।’
তিনি বলেন, নিজের পরিবার, ভাড়াটিয়া ও প্রতিবেশীদের নিরাপদ রাখতে এই সেবাটি গ্রহণ করা আজ সময়ের দাবি। এটা শুধু একটি প্রযুক্তিগত সেবা নয়, এটা আমাদের সামষ্টিক দায়িত্ববোধ, একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বাস্তব প্রয়াস।
জামায়াত আমির বলেন, ‘আমাদের এই উদ্যোগ তখনই পূর্ণতা পাবে, যখন আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে প্রকৃত সেবা প্রদানের সুযোগ পাবো। আল্লাহ তায়ালা আমাদের সকল নেক উদ্যোগ কবুল করুন।’