সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

রাজনৈতিক উত্তেজনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানী ঢাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ নির্দেশনা দেন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট ইনচার্জ বা টিম লিডারদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সব সদস্যকে দায়িত্ব পালনে সর্বোচ্চ মনোযোগী থাকতে হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়েও কঠোর নজরদারিতে থাকতে বলা হয়েছে।

ডিএমপি কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে টহল, চেকপোস্ট, মোবাইল টিম ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025