বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

জুলাই সনদে কখন স্বাক্ষর করবে এনসিপি, জানালেন নাহিদ

Screenshot

জাতীয় নাগরিক পার্টি -এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই নিশ্চিয়তা পাওয়ার পর স্বাক্ষর করবে এনসিপি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আজকের বৈঠকে আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদের শুধু কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটা বাস্তবায়ন কীভাবে হবে সেটা সম্পর্কে নিশ্চয়তা পাবার পর আমরা সই করব।

এর আগে বিকেল ৫টার দিকে তারা যমুনায় পৌঁছান। নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025