মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নির্বাচনের সময় বিশেষ করে রাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বাড়তে পারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইডিইএ-২ প্রকল্প আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।
সিইসি বলেন, ‘এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। নির্বাচনে এআইয়ের অপব্যবহার আমরা রোধ করতে চাই। মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তবে তা কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় অনেক কিছুই রাতে ঘটে যেতে পারে। আমাদের এজন্য দিন-রাত কাজ করতে হবে। কী ধরনের জনবল এই কাজে নিয়োজিত করা হবে, কোন উৎস থেকে বিভ্রান্তিকর তথ্য আসতে পারে, আমরা কীভাবে সেই তথ্য পৌঁছাব, সে বিষয়ে পরামর্শ দরকার।’
কর্মশালায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা অংশ নেন।