সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা

সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কতা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ, মাঠপর্যায়ের শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট দপ্তর থেকে বের হওয়ার আগে রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান, কম্পিউটার বন্ধ করতে হবে এবং এসির প্লাগ খুলে রাখতে হবে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু, চট্টগ্রামের ইপিজেড এলাকায় তোয়ালে কারখানায় ১৭ ঘণ্টাব্যাপী আগুন এবং সর্বশেষ ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই সতর্কতা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025