সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

শিক্ষকদের ন্যায্য দাবি না মানলে সব উড়ে যাবে: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টাও শিক্ষক। উপদেষ্টারা শিক্ষক হয়েও শিক্ষকদের বঞ্চনা, ন্যায্য অধিকারের কথা বুঝতে পারছেন না, শিক্ষকদের কষ্ট অনুভব করতে না পারলে এখানে থাকার দরকার নেই।

রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে সাদিক কায়েম এ কথা বলেন। এ সময় সাদিকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য সম্পাদকসহ কয়েকজন নেতা ও হল সংসদের নেতারা।

তিনি বলেন, শিক্ষকদের এই ন্যায্য দাবির সঙ্গে ডাকসু একমত। শিক্ষকদের এই ন্যায্য দাবি দ্রুত মেনে নিন। তা না হলে উত্তাল ঝড়ে সব উড়ে যাবে। ২৪ এর আন্দোলনের শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আছেন, কিন্তু শিক্ষকদের সঙ্গে বৈষম্য সহ্য করবে না ছাত্র সমাজ।

আন্দোলনকারী শিক্ষকদের আশ্বস্ত করে সাদিক বলেন, আপনাদের আন্দোলনের সঙ্গে ডাকসু, জাকসু, রাকসু, চাকসুসহ সব নির্বাচিত ছাত্র সংসদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন। আপনাদের বিজয় আসবেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ভিপি সাদিক। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রশাসন যেরকম আচরণ করত, এখনও সেরকম লক্ষ্য করছি। এটা মেনে নেওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025