শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি দল ও জোটের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাসদ (মার্কসবাদী) এই সনদে স্বাক্ষর করেনি বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং বিএনপি-জামায়াতসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন।
এর আগে জুলাই যোদ্ধাদের দাবি ও বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয়।
অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। এর অংশ হিসেবে অনুষ্ঠান চলাকালে সংসদ এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে সরকার। নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও করা হয়।