শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’! ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী চাকসুর ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয় মেহেরপুরে সাবেক পৌর বিএনপি সভাপতির নেতৃত্বে গণসংযোগ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না: আইন উপদেষ্টা আমার জানামতে, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন: ক্রীড়া উপদেষ্টা আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণা প্রস্তাব প্রস্তুতির দিকনির্দেশনা দিতে আজ এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল “How to Find PhD Scholarships and Prepare a Research Proposal”।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মমশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্রিমার্স একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ও সিইও এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. শফিকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস উদ্দীন।

বক্তারা পিএইচডি স্কলারশিপ খুঁজে বের করার কৌশল, সফলভাবে গবেষণা প্রস্তাব (Research Proposal) তৈরির পদ্ধতি এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, “গবেষণা হচ্ছে জ্ঞানচর্চার প্রাণ আর একটি ভালো গবেষণা প্রস্তাবই উচ্চশিক্ষার প্রথম ধাপ।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ডাকসুর উদ্যোগে এ ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025