শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের মোট আমদানি-রপ্তানির বড় একটি অংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিদিন বন্দরে পাঁচ থেকে ছয় হাজার পণ্যবাহী যানবাহনের চলাচল হয়। ফলে ওই এলাকার সড়ক যোগাযোগ ও ট্রাফিক স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি।
এতে আরও বলা হয়, বন্দর এলাকায় সভা-সমাবেশ বা মিছিল আয়োজনের কারণে যানজট সৃষ্টি হয়ে বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে, যা জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এই নির্দেশনা ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।