শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বড় উদ্যোগ হিসেবে শুরু হতে যাচ্ছে “বাংলাদেশ-চীন মৈত্রী হল” নির্মাণ প্রকল্প। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা (প্রাক্কলিত ব্যয়) ব্যয়ে এই আধুনিক ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে চীন সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১ হাজার ৫০০ ছাত্রী একসঙ্গে থাকার সুযোগ পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কয়েক মাস আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) একটি অফিসিয়াল প্রস্তাবনা ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে। সম্প্রতি চীন সরকার প্রস্তাবটি অনুমোদন করেছে। বর্তমানে প্রকল্পের অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
ইআরডি সূত্রে জানা যায়, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চীনের একটি বিশেষজ্ঞ দল দ্রুতই ঢাকায় এসে Feasibility Study পরিচালনা করবে। এরপর চূড়ান্ত অনুমোদন ও কার্যক্রম শুরু হবে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনের অর্থায়নে নির্মিত প্রথম ছাত্রী হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, “চীন সরকারের সহযোগিতায় এ ধরনের একটি হল নির্মাণ প্রকল্প বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন হবে। এটি ছাত্রীদের আবাসন সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে। আমরা চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যাতে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যায়।”