রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন বলেছেন, ডাকসু নির্বাচনের ব্যালট ছাপানো নিয়ে কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত সেটার বিষয় সঠিক জবাব দেওয়া। আমরা ডাকসু নির্বাচিতরা শুরু থেকেই বিষয়টি জেনেছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এনেছি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ৫ সদস্যের প্রতিনিধি দল আজ দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে।
ডাকসুর জিএস বলেন, নীলক্ষেতে ব্যালট ছাপানো প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছেন। এরপরও এ বিষয় কোনো অস্পষ্টতা থাকলে পুনরায় তাদের কাছে যাওয়া প্রয়োজন।