রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস গালা নাইট ২০২৫ খেলাধুলা, সৌহার্দ্য ও উদ্দীপনায় ভরপুর এক সন্ধ্যা জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব দল জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ ইসলাম তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে প্রবাসীর আত্মহত্যা রাকসু নির্বাচনে বিজয়ী হলেন যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি যাদের সন্তুষ্টিতে জান্নাত ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’!

আ.লীগ প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন ফখরুল

আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কথা আর কি বলবো! দেশের সবচেয়ে পুরনো দল হওয়ার পরেও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে। তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়ে একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাও নেই, আস্থাও নেই।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ইনস্টিটিউশন নষ্ট করায় জড়িত তাদের সবার বিচার হওয়া উচিত, পাশাপাশি দণ্ডও দেয়া উচিত।’

আওয়ামী লীগ নেতাদের দণ্ডের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমি খুব পরিষ্কার করে বলি, এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে, শুনতে হয়েছে। এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে।

সম্প্রতি কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘এই সময়’ পত্রিকা মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে রাখার পক্ষে মত দেন তিনি। বিষয়টি নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হলে- সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তাছাড়া বিএনপির পক্ষ থেকেও একই ইস্যুতে একাধিকার বিবৃতি দিতে হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়, মির্জা ফখরুল কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। মহাসচিবের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি ডাহা মিথ্যা ও মনগড়া বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025