মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

জাতীয় ‘ভাতা’ নিয়ে সুখবর পেলেন সরকারি কর্মচারীরা, কোন গ্রেডে কত বাড়লো?

সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া কর্মচারীদের জন্য প্রশিক্ষণ ভাতা বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণরত কর্মচারীরা নতুন এ ভাতা পাবেন।

নতুন কাঠামো অনুযায়ী—

  • ৯ম গ্রেড বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে ভাতা পাবেন ৮০০ টাকা (আগে ছিল ৬০০ টাকা)।
  • একই গ্রেডে মাঠসংযুক্তকালীন ভাতা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা (আগে ছিল ৭০০ টাকা)।
  • ১০ম গ্রেড বা তার নিচের কর্মচারীরা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে ভাতা পাবেন ৬০০ টাকা (আগে ছিল ৫০০ টাকা) এবং মাঠসংযুক্তকালীন ভাতা হবে ৭০০ টাকা (আগে ছিল ৬০০ টাকা)।

এর আগে গত আগস্টে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ করা হয়। তখন প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের ভাতা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এছাড়া চলতি বছরের জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা কার্যকর হয়েছে। কর্মরতদের ক্ষেত্রে এ সুবিধার ন্যূনতম পরিমাণ ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ভাতা-সংক্রান্ত কিছু শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ খাতে বরাদ্দ করা অর্থ থেকে ব্যয় নির্বাহ করতে হবে। এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে। নিজস্ব রিসোর্স সিলিংয়ের (সম্পদের সর্বোচ্চ ব্যবহার) মধ্যে ব্যয় নির্বাহ করতে হবে এবং ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

এর আগে, গত ১৪ আগস্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়ের ভাতা বাড়ানো হয়। প্রশিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ আর প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর আয়োজিত বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ পরিচালনার জন্য বক্তার সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ঘণ্টার সেশনে তৃতীয় গ্রেড বা যুগ্ম-সচিব ও তার ওপরের পর্যায়ের কর্মচারীর প্রশিক্ষণ সম্মানী ৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়। আর চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপ-সচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীদের ভাতা নির্ধারণ করা হয় ৩ হাজার টাকা।

অপরদিকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে গ্রেড-৯ থেকে এর ওপরের পর্যায়ের কর্মচারীদের প্রতিদিন ভাতা নির্ধারণ করা হয় ১ হাজার ২০০ টাকা। গ্রেড-১০ থেকে তার নিম্ন পর্যায়ের কর্মচারীর জন্য তা হয় ১ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025