শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

জাকসু নির্বাচন: ১৪ কেন্দ্রে ভোট গণনা শেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে; সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি সাতটি কেন্দ্রের ভোট গণনা ৭৫ শতাংশ শেষ হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

কেন্দ্রী সংসদের ভোট গণনা শুরুর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025