শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

ডাকসু’র নির্বাচনী প্রচারণা শেষে যা বললেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে রোববার (০৭ সেপ্টেম্বর) শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। গতকাল রাতে প্রচারণা শেষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভিপি পদপ্রার্থী মো. আবু সাদিক (কায়েম)।

সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ (গত রোববার)। ক্যাম্পাস জীবনের শুরু থেকে আপনাদের সাথেই থেকে-চলে বেড়ে উঠেছি। জুলাই বিপ্লব থেকে শুরু করে ডাকসুর এই সময়গুলোতে আমরা অব্যাহতভাবে আপনাদের কাছে যাওয়ার, আপনাদের কথা শোনার এবং আপনাদের কথাগুলোই বলার চেষ্টা করেছি।

আমাদের ইচ্ছে ছিলো বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে সশরীরে পৌঁছানোর। কিন্তু অধিকাংশ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারলেও নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ হয়নি। আমাদের এই পথচলায় আমাদের দুর্বলতা, ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা আন্তরিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যাশা করছি। একই সাথে আপনাদের থেকে পাওয়া পরামর্শ, দিকনির্দেশনা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, দীর্ঘ জুলুম শোষণ পেরিয়ে আমরা আজকের এই দিনে এসে পৌঁছেছি। আমাদের এই পথচলা এখানেই শেষ নয়। এই ক্যাম্পাস আমাদের কাছে আমানত। কথা দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামবো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025