রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এ নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতে জন্য প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হবে৷ সেখানে ভেতরের ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

রোববার (৭ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।

 

 

ঘোষিত তফসিল অনুযায়ী- ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে৷ কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

 

 

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোট ১৮ হাজার ৯৫৯ ও ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

 

 

এদিকে, এবার ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

 

 

এদিকে, শেষ প্রচারণার দিনটি ছিল ব্যস্ত ও প্রাণবন্ত। সন্ধ্যার পর প্রার্থীরা টিএসসি, কলাভবন, হলপাড়া এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরেন। তারা নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025