রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না : নবীউল্লাহ নবী

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার সামনে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।

তিনি বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরই নতুনভাবে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে আওয়ামী দোসররা। তারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের অপচেষ্টা করে যাচ্ছে। তাই ফ্যাসিস্টদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল যাত্রাবাড়ী থানা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নবীউল্লাহ এসব কথা বলেন।

অনুষ্ঠানে নবীউল্লাহ নবী আরও বলেন, বিএনপি নির্বাচনি রোডম্যাপকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বসে নেই গণতন্ত্রবিরোধী পরাজিত শক্তিরা। তারা নানান ষড়যন্ত্র করেই চলেছে। তারপরও ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না।

এই নির্বাচনে গণতন্ত্রকামী মানুষের চাওয়া পূরণে কোনো ছাড় দেবে না বিএনপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025