রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা।

 

 

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ এই ঘোষণা দেন।

 

 

তিনি জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ পালিত হবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

 

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি মো. ওয়ালীউল্লাহ প্রথমে একটি আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেন। পরে জুবায়ের আহমেদ নতুন করে শাটডাউনের ঘোষণা দিয়ে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কোনো বিশ্ববিদ্যালয় খোলা থাকবে না।

 

 

এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান। তারপর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025