রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম :

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আরেক শিশুর মৃত্যু

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার  নাম জারিফ (১৩)।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারের পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি থাকায় বুধবার তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়।

শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 

রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

গত সোমবার বেলা সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025