শুক্রবার, ১১ Jul ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ সংক্রান্ত একটি চিঠি রবিবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন উপসচিব মো. ফিরোজ মাহমুদ। এতে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি এতদসঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)।

বর্ণিত ডিও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো। ‘

 

উল্লেখ্য, ২০২৩ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন একটি রায়ে ডা. শাহাদাত হোসেনকে চসিকের বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ৮ অক্টোবর নির্বাচন কমিশন সংশোধিত প্রজ্ঞাপন জারি করে তার মেয়র পদে দায়িত্ব গ্রহণের পথ সুগম করে।

ডা. শাহাদাত ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024