রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম গোপালগঞ্জ ইস্যুতে বলেছেন, পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়, দেশবাসী প্রস্তুত থাকুন।
বুধবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ আহ্বান জানান তিনি।
ফেসবুকে তিনি লেখেন, ‘গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেইনি। আমার সহযোদ্ধাদের ওপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।
তিনি আরও লেখেন, ‘পুলিশ প্রশাসন, যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন।’