বুধবার, ০২ Jul ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যে প্রতিক্রিয়া জানালো বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষে বিএনপি প্রথম থেকেই জাতীয় ও সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে।

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

মোশাররফ আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি করে আসছি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির চার সদস্য উপস্থিত ছিলেন। চার সদস্যের নেতৃত্বে ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও ছিলেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024