শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

Screenshot

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর উত্তরা এলাকায় গণহত্যার বিষয়ে তদন্ত করতে পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে আলাদাভাবে দুই দিন সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সে অনুযায়ী পুলিশের সাবেক এসি (ডিবি) জাবেদ ইকবালকে আগামী ১৮ মার্চ এবং ওসি মজিবুর রহমানকে ১৬ মার্চ জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।

আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উত্তরায় গণহত্যার বিস্তারিত জানতে দুইজনের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদের আবেদন করেছি।

ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেছেন। বিশেষ করে, এই দুই কর্মকর্তার নেতৃত্বে সেখানে (উত্তরায়) প্রায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। যার অনুমতি আদালত দিয়েছেন।

তাজুল ইসলাম আরও বলেন, ডিবির এসি ইকবালকে ১৮ মার্চ ও ওসি মুজিবুর রহমানকে ১৬ মার্চ সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ আরেকটি নতুন গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আবেদন করা হয়েছিল। আদালত সেটি আমলে নিয়ে রামপুরায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে এবং তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়, এ কারণে তাদের নাম-ঠিকানা প্রকাশ করিনি।

গ্রেফতার করা হলে পরবর্তী সময়ে তাদের নামপরিচয় জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024