শনিবার, ১২ Jul ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার উন্নতি না ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যদি কোনো বিদ্যালয়ের পারফরমেন্স ভালো না হয়, স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষার্থীরা কতটুকু পড়াশোনা পারে, তার ওপর বেশি গুরুত্ব দেওয়াসহ উন্নতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।
রবিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। অন্যান্যের মধ্যে আরও ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা শিক্ষা কর্মকর্তা প্রমুখ।
উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে দেশে অদক্ষ লোক তৈরি হবে। অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে তিনি শহরের কাকলি শিশু অঙ্গন পরিদর্শন শেষে শিশু কানন উদ্বোধন করেন।