মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
বরিশালের উজিরপুরে মে দিবসের কর্মসূচি পালন শেষে মহাসড়কের পাশে বসে খিচুড়ি খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামে এক স্থানীয় শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনার পর শ্রমিক দলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন।
এর আধঘণ্টা পরে অবরোধ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান।
নিহত মানিক গাজী উপজেলার পশ্চিম ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ও উপজেলার ওটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি।
উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব বলেন, মে দিবসের কর্মসূচি পালন শেষে নেতাকর্মীদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, ধাওয়া করে মেজর এমএ জলিল সেতু থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। কিন্তু চালকসহ সহকারী পালিয়ে গেছে। ঘটনার পর বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেন। আধাঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে।