Editor Panel
- ১২ সেপ্টেম্বর, ২০২৪ / ৫৩ Time View
মেহেরপুর প্রতিনিধি:
টানা পাঁচ দিন বন্ধের পর থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে মোটরশ্রমিক ও বাসমালিক সমিতির নেতৃবৃন্দের আলোচনা সভা শেষে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।
চুয়াডাঙ্গা বাসমালিক সমিতি ও ইজিবাইকচালকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাসমালিক ও মোটরশ্রমিক ইউনিয়ন। প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা সমস্যা সমাধানের আশ্বাসে আজ বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ, সরকারকে রুটপারমিট দিয়ে বৈধভাবে বাস চলাচল করে। অথচ অবৈধ ইজিবাইক কোনো পারমিট ছাড়াই প্রধান সড়কে যাত্রী বহন করছে।