শুক্রবার, ১১ Jul ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্পর্শ করা হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিন শেষ হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

 

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যুগুলো নিয়ে গভীর আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। উভয়পক্ষই ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই স্পর্শ করা হয় বলে জানা গেছে। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে বৈঠকে উপস্থিত ছিলেন।

 

ইউএসটিআর, কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, অর্থ, উদ্ভাবন ও মেধাস্বত্ব, বিনিয়োগ সংস্থা ইত্যাদির ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

বৃহস্পতিবার রাত ৯টায় (বাংলাদেশ সময়) উভয়পক্ষ আবারও বৈঠকে বসে। আলোচনা শুক্রবারও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024