মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

শেখ মুজিবও ক্ষমতার লোভ সামলাতে পারেননি, আদালতে আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল রিমান্ড শুনানিতে আদালতকে জানান, বাংলাদেশে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই বিতর্কিত হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যদি না মৌলিক সংস্কার আনা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আউয়াল বলেন, “মাননীয় আদালত, আপনি ন্যায়বিচার করবেন। আমি স্বীকার করছি, রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। সব নির্বাচনই বিতর্কিত হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো তুলনামূলকভাবে সুষ্ঠু ছিল।”

তিনি আরও বলেন, “কোনো নির্বাচন বিতর্কিত হয়নি বলুন? ১৯৭৩ সালের নির্বাচনেও মানুষকে রাস্তায় আটকে রেখে নমিনেশন দেওয়া হয়েছিল। শেখ মুজিবুর রহমান ক্ষমতার লোভ সামলাতে পারেননি, সেখানেও নির্বাচন সুষ্ঠু ছিল না। এক হাজার বছরেও এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, যদি না কিছু মৌলিক সংস্কার করা হয়।”

রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত সাবেক সিইসি হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার আগে, ২৩ জুন সাবেক সিইসি এ কে এম নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024