মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত হয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচিত এই কমিটিতে রশিদুল ইসলাম (রিফাত রশীদ) সভাপতি ও মো. ইনামুল হাসান সাধারণ সম্পাদক হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মুঈনুল ইসলাম ও মুখপাত্র পদে সিনথিয়া জাহীন আয়েশা নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে সভাপতি হওয়া রশিদুল ইসলাম জুলাই অভ্যুত্থানের সময় প্ল্যাটফর্মটির সম্মুখসারির সমন্বয়ক ছিলেন। পরে এনসিপির যুগ্ম সদস্যসচিব হয়েছিলেন। সম্প্রতি সেখান থেকে তিনি পদত্যাগ করেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ইনামুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক ও জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

এর আগে গত সোমবার প্রথম কাউন্সিলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্ল্যাটফর্মের সভাপতি পদে রশিদুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জাকির হোসেন মঞ্জু।

সাধারণ সম্পাদক পদে ইনামুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন ইব্রাহীম নিরব ও মো. ইব্রাহিম হোসেন মুন্না। সাংগঠনিক সম্পাদক পদে মুঈনুলের সঙ্গে প্রার্থী ছিলেন তাসনিম আহমাদ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আর মুখপাত্র পদে সিনথিয়ার সঙ্গে নূপুর আক্তার নোভা ও মো. লিখন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

 

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024